শিরোনাম

South east bank ad

অভিভাবকের ভূমিকায় মুন্সীগঞ্জের এসপি আব্দুল মোমেন

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

করোনা রোগী আইসোলেশনে রয়েছেন তাদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। আক্রান্ত পুলিশের সেবার দায়িত্ব পালন করে যোগ্য অভিভাবকের দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। গজারিয়ায় আক্রান্ত ওসিসহ সকল পুলিশগন পুলিশ সুপারের এমন সেবায় মুগ্ধ। ইতোমধ্যে যে সকল পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে একটি উন্নতমানের হোটেলে আইসোলেশনে রেখেছেন তিনি। মুন্সীগঞ্জের ৬ থানায় করোনায় আক্রান্ত পুলিশ সদস‌্য ৫০ জন। সুস্থ‌্য হয়েছেন ১২ জন। আইসোলেশনে রয়েছেন ৩৮ জন। তাদের প্রতিমুহুর্তে যা যা দরকার সকল কিছুই সরবরাহ করা হচ্ছে পুলিশ সুপারের নির্দেশে। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন পুলিশ সুপার আব্দুল মোমেন। সকল প্রকার মৌসুমী ফল, পুষ্টিকর খাবার, ঔষধসহ সকল কিছুই যথা সময় পৌছে যাচ্ছে যার যার বেডে। পুলিশ সুপারের এমন সেবায় আক্রান্ত সকল পুলিশ সদস্যই সেরে উঠছেন দ্রুত। শ্রীনগর থানায় একজন সাব ইন্সপেক্টর ও একজন কনেস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন । শ্রীনগর থানার ওসি হেদায়েদ উল্লাহ ভুইয়া জানান,শ্রীনগর থানায় ২জন পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই সর্বক্ষন আমাদের সন্মানিত পুলিশ সুপার আব্দুল মোমেন খোজ খবর নিচ্ছেন এবং তাদের সেবা দিয়ে যাচ্ছেন। আমি কাজের চাপে খোজঁ খবর নিতে ভুলে যাই কিন্তু এসপি স‌্যার প্রতি মূহত্বে খোঁজ খবর নিচ্ছেন ।পুলিশ সুপারের এমন সেবায় আক্রান্ত সকল পুলিশ সদস্যই সেরে উঠছেন দ্রুত। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন বলেন, জেলায় প্রথম পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হয় সিরাজদীখান থানায় আর এই থানায় ওসি তদন্ত সহ ৮ পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া মাত্র মাননীয় পুলিশ সুপার আব্দুল মোমেন স‌্যার রোগ প্রতিরোধের জন‌্য ফল,পুষ্টিকর খাদ‌্যসামগ্রী ব‌্যবস্থা করেন। প্রতিনিয়তই খোঁজখবর নেন। স‌্যারের প্রতিনিধি হিসেবে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মো: মোজাম্মেল হক সাহেব সব সময় রোগীদের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম স্যারের দিক নির্দেশনায় ওসি তদন্তসহ আট পুলিশ সদস্যের যখন যা দরকার তখনই তা পৌছে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ৮ জনের মধ‌্য ৬ জনই সুস্থ‌্য হয়েছেন । আর আইসোলেশনে থাকা আক্রান্ত পুলিশ সদস্যরা ভাল আছেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: