রংপুরের এসপি বিপ্লব সরকারের বিশেষ ঈদ উপহার পেল ২০০ পরিবার
আজ বুধবার রংপুর জেলা পুলিশের আয়োজনে নগরীর হাজীপাড়া এলাকায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২০০ জন দুস্থ, অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার),পিপিএম পুলিশ সুপার রংপুর।
এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে আমরা তাদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে, সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের ২০০জন দুস্থ, অসহায়, গরীব, বিধবা, অতি বয়স্ক, পঙ্গু ও হতদরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে চাল, ডাল, আলু, তেল,সেমাই, চিনি, সুজি, মুড়ি ও গুঁড়োদুধসহ বিতরণ করা হয়। ঈদের আগে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন।

