বদলিজনিত বিদায় সংবর্ধনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ১৭ সেপ্টেম্বর মানিকগঞ্জ পুলিশ লাইন্স্ ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব ভাস্কর সাহা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোহাঃ রেজাউল হক, সহকারি পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, জনাব মোঃ শাহিন, অফিসার ইনচার্জ, শিবালয় থানা বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বদলিজনিত বিদায়ে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিগণ।জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথিগণ সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।
সহকর্মীরা বিদায়ী অতিথিগণের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।