পটুয়াখালীতে দূর্ঘটনা প্রতিরোধে আটো রিকশার ডান পাশ বন্ধের নির্দেশ এসপি’র

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পটুয়াখালী জেলা শহর সহ অধিকাংশ সড়কের জনপ্রিয় গন পরিবহন আটো রিকশা। এই যানবাহনের দুই পাশ থেকে যাত্রী ওঠানো এবং নামানো হয়,এতে করে ডান পাশ দিয়ে যাত্রী নামাতে গিয়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।এমন পরিস্থিতিতে এবার অটোরিকশার ডান পাশে একটি লোহার রড কিংবা স্টিলের বার দিয়ে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন,বিশেষ করে শিশুরা অটোরিকশার ডান পাশ দিয়ে নামার চেষ্টা করে। এ সময় পাশ থেকে আশা অন্য যানবাহন গুলো এসে দূর্ঘটনার ঘটনা ঘটে।এ কারণে আগামী সাত দিনের মধ্যে সকল রিকশা এবং অটো রিকশা গুলোর ডান পাশে একটি রড দিয়ে আটকে দিতে হবে। তবে একেবারে বন্ধ করে দেয়া যাবে না। এতে করে আবার দূর্ঘটনা ঘটলে উদ্ধার করতে সমস্যার সৃষ্টি হবে।’
গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী শহরের চৌ রাস্তায় সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
পটুয়াখালী জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে সচেতনতা মূলক এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আহমেদ মাঈনুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম,পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান,পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি গোলাম মাওলা দুলু মৃধা সহ মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।