নবাগত পিবিআই পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সেবা নিন। তথ্য দিয়ে সহযোগীতা করুন। আজ ১৯ সেপ্টেম্বর নবাগত পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার, পিবিআই, ময়মনসিংহ জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিবিআই, ময়মনসিংহ জেলার সকল কর্মকর্তা/কর্মচারী তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
তিনি সকল কর্মকর্তা/কর্মচারীর সাথে কুশল বিনিময় শেষে অফিসে আগত বিভিন্ন মামলার বাদী ও ভিকটিমদের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তিতে বস্তুনিষ্ঠ পুলিশ রিপোর্ট প্রদানে পিবিআই এর ঐতিহ্যকে সমুন্নত রাখার আশ্বাস দেন।
তিনি ময়মনসিংহবাসি, সরকারি বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।