শিরোনাম

South east bank ad

শেরপুরের নবাগত পুলিশ সুপার কামরুজ্জামানের যোগদান

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

শেরপুরের নবাগত পুলিশ সুপার কামরুজ্জামানের যোগদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগতম জানিয়েছেন জেলা পুলিশ পরিবার। ১৯ সেপ্টেম্বর সোমবার শহরের নারায়ণপুরস্থ জেলা পুলিশ সুপার বাসভবনে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

ওইসময় উপস্থিত পুলিশ কর্তকর্তাবৃন্দের সাথে কুশল বিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

ওইসময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সহ জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের চৌকস কর্মকর্তা শেরপুরে যোগদানের আগে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি) হিসেবে কর্মরত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: