ওসি তানভীরের অভিযানে স্বস্তিতে বেলাবোর মানুষ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নরসিংদীর বেলাবোতে নানা অপরাধীদের দৌরাত্ম্যে অস্বস্তিকর অবস্থায় ছিলেন সাধারণ মানুষ। সন্ত্রাসী, চোর, ডাকাত, ছিনতাইকারী, ইভটিজার, ইয়াবাখোর, ইয়াবাকারবারি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নৈরাজ্য সৃষ্টিকারীসহ বিশৃঙ্খলাকারীদের অভয়ারণ্যে পরিণত হওয়ার উপক্রম ছিল পুরো এলাকা।
এসব নেশা ও খারাপ কাজে আসক্ত হচ্ছিল তরুণ-তরুণী ও যুবসমাজ।
সম্প্রতি বেলাবো থানায় নতুন ওসি মো. তানভীর আহমেদের যোগদানের পরই পাল্টাতে শুরু করে দৃশ্যপট। মাদক ও জুয়াবিরোধী অভিযান, পাবলিক প্লেস ও ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসচেতনতামূলক বক্তব্য, বন্ধুসুলভ আচরণ উৎসাহিত করে জনগণকে অপরাধীদের তথ্য প্রদান করতে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এতে থানায় নিয়মিত কর্মকাণ্ডের গতিশীলতা এসেছে, মানুষের হয়রানি অনেকটাই লাঘব হয়েছে। বিভিন্ন এলাকায় ওসি তানভীরের পদচারণায় বেপরোয়া হয়ে ওঠা জুয়াড়ি, ইয়াবাখোর, ছিনতাইকারীদের প্রকোপ লাঘব হয়েছে। কয়েকটি ছোট অভিযানে মানুষের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস আর ভরসাস্থল হয়ে উঠছেন তিনি। দৌরাত্ম্য কমেছে নানা অপরাধে জড়িতদের।
এ ব্যাপারে বেলাবো উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাবো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শারমিন আক্তার খালেদা বলেন, ওসি তানভীর যোগদানের পরই যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছেন, তাতে মনে হচ্ছে বেলাবোবাসী একজন চৌকস অফিসার পেয়েছেন।
সুটুরিয়ার সোহরাব হোসেন বলেন, ওসি তানভীর সত্যিকারের এক মানবিক পুলিশ কর্মকর্তা। আচার-আচরণ, ব্যবহার সবকিছু অত্যন্ত শালীন ও মার্জিত।
রাজনীতিবিদ এমদাদুল হক ফরিদ বলেন, তার মাঝে পেশাদারিত্ব পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে সেবার জন্যই পুলিশ- এ আদর্শ বর্তমান ওসির মাঝে পুরোপুরি বিদ্যমান।
বেলাবো থানার ওসি তানভীর আহমেদ বলেন, বেলাবো থানার আইনশৃঙ্খলা রক্ষার্থে সবসময় সচেষ্ট থাকবো। কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে, মাদক, সহিংসতা বা নারী নির্যাতনসহ সব ধরনের বিশৃঙ্খলা নিরসনে বেলাবো থানা পুলিশ তাৎক্ষণিক তা নিরসনে সচেষ্ট থাকবে।