থানায় গিয়ে কেউ সহযোগিতা পায়নি, একথা শুনতে চাই না: পুলিশ সুপার নড়াইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নড়াইলের নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন বলেছেন, থানায় গিয়ে কেউ সহযোগিতা পায়নি, একথা শুনতে চাই না। মানুষকে সেবার অন্যতম জায়গা হলো থানা। জেলার চারটি থানা হবে মানুষের আস্থার জায়গা। থানা থেকে সেবা না পেয়ে কাউকে যেন ফিরতে না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
জেলা পুলিশের আয়োজনে রোববার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণকে সেবার লক্ষ্যে থানা, পুলিশ তদন্ত কেন্দ্র এবং ফাঁড়ি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকার ঘোষণা দেন নড়াইলের প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, কামরুজ্জামান, দোলন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।