পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ২২ আগস্ট সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয় সন্মেলন কক্ষে মোঃ আবুল বাশার তালুকদার, পুলিশ সুপার (অপারেশন) এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত মে/২০২২ হতে জুলাই/২০২২ খ্রী. পর্যন্ত ঢাকা রেঞ্জের ১৩ টি জেলায় সংগঠিত সাইবার ক্রাইম ও জেলা পুলিশ কর্তৃক গৃহীত আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)-এর নির্দেশনা মোতাবেক ঢাকা রেঞ্জাধীন ১৩ টি জেলায় গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রমকে আরো গতিশীল করতে কতিপয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর, সহকারী পুলিশ সুপার মোঃ রিফাত বাশার তালুকদার, সহকারী পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।
এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩ জেলার সাইবার ক্রাইম মনিটরিং সেলের পুলিশ অফিসার ও সদস্যরা সভায় সংযুক্ত ছিলেন।