শিরোনাম

South east bank ad

ঐক্যবদ্ধ থাকলে কেউ অপরাধ করতে পারবে না: ডিআইজি মোজাম্মেল

 প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ঐক্যবদ্ধ থাকলে কেউ অপরাধ করতে পারবে না: ডিআইজি মোজাম্মেল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সমাজের সব ভালো মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ অপরাধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন র‌্যাব-৪ এর পরিচালক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, সব অপরাধের মা হলো মাদক। কাজেই সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সঙ্গে মেশে, এসব আপনাকেই খোঁজখবর রাখতে হবে। বাবা-মা যদি সন্তানের খোঁজখবর রাখতে না পারেন, তাহলে সেই সন্তান ভালো হতে পারে না। এসএসসি পাসের আগে সন্তানের হাতে কখনো মোবাইল ফোন তুলে দেওয়া যাবে না।

মঙ্গলবার পাবনার চাটমোহর উপজেলার কুয়াবাসী কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, শিক্ষার পাশাপাশি সন্তানদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে। এগুলো শিশুদের মানসিক বিকাশ ও সহনশীল চর্চা বৃদ্ধি করে। এর মাধ্যমে ভালো মানুষ বেরিয়ে আসতে পারে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ থাকতে হবে।

লেখক ও সমাজকর্মী সুমন নূরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পবাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম পলাশ, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ তৈয়ব আলী, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন, শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম রসুল, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: