শিরোনাম

South east bank ad

বরিশালের পুলিশ সদস্য জীবনের সিলেটে ত্রাণ বিতরণ

 প্রকাশ: ২৩ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বরিশালের পুলিশ সদস্য জীবনের সিলেটে ত্রাণ বিতরণ

বিডিএফএন টোয়িন্টিফোর.কম

সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের এই বিপদে ঘরে বসে নেই বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্য জীবন মাহমুদ এরই মধ্যে বানভাসিদের সাহায্যে এক হাজার প্যাকেট খাবার উপহার দিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিটি প্যাকেটে ১০টির মতো আইটেম রাখা হয়েছে। ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, গুড় ১ কেজি, একটি গ্যাসলাইট, ৬ পিস মোমবাতি, খাবার স্যালাইন এক বক্স, বিস্কুট দুই প্যাকেট ও বাচ্চাদের জন্য দুধ রয়েছে।

এসব খাবার সিলেট পুলিশ লাইন্স থেকে ট্রাকভর্তি করে পাঠানো হচ্ছে বন্যাদুর্গত এলাকায়। মঙ্গলবার ২০০ ব্যাগ পাঠানো হয়েছে। বুধবার ২০০ পরিবারকে খাবার দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য দুধ ও ২৫ রকমের মেডিসিনসহ মেডিকেল টিম নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

সিলেটে অসহায় মানুষের পাশে থাকার বিষয়ে জীবন মাহমুদ বলেন, বরিশালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় ছুটি নিয়ে সিলেটে আসা। চেষ্টা করবো তাদের পাশে থাকতে। তিনি আগামী সাত দিন সিলেটে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: