হারিয়ে যাওয়া শিশু রমজানের অভিভাবককে খুঁজছে পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
হারিয়ে গিয়ে পুলিশের আশ্রয়ে থাকা শিশু রমজানের অভিভাবককে খুঁজছে পুলিশ। শিশুটির বয়স ছয় বছর। রমজান এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
রমজানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও উচ্চতা তিন ফুট চার ইঞ্চি। শিশুটি বাবা ও মায়ের নাম ছাড়া আর কিছু বলতে পারছে না। পরিবারের কাছে ফিরিয়ে দিতেই রমজানের অভিভাবকদের খুঁজছে পুলিশ।
শনিবার (১৮ জুন) তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুন) রাজারবাগ পুলিশ লাইন্সের ১নম্বর গেট এলাকায় রমজানকে কান্না করতে দেখেন এক নারী। এরপর তিনি তাকে পল্টন থানার টহল পুলিশের কাছে দেন। টহল পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে নিজের নাম রমজান, বাবার নাম মো. মানিক ও মায়ের নাম শরুফা বেগম বলে জানায়। এর বাইরে সে আর কিছু বলতে পারছে না।
শিশুটির কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১১৭০।
রমজানের কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।