বিয়ানীবাজারে চোরাই মোবাইলসহ যুবক আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেটের বিয়ানীবাজার পৌরশহর থেকে চোরাই মালামালসহ এক মোবাইল চোরকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গত ৮ মে রবিবার দিবাগত রাতে পৌরশহরে অবস্থিত রয়েল টেলিকম নামক দোকানের নতুন মোবাইল ফোন ও মোবাইল সামগ্রী চুরি হয় যায়। উক্ত ঘটনায় বিয়নীবাজার থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।
তাৎক্ষণিক সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম চুরি যাওয়া মোবাইল ও মোবাইল চোরকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা প্রদান করেন। তারই প্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে একটি টিম চুরির ঘটনার সহিত জড়িত সন্দেহে ঘুঙ্গাদিয়া গ্রামের লোকমান আহমদের ছেলে মাসুম আহমদ (২০)-কে ৮ মে সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার খাসা দিঘীরপাড় এলাকার উৎসব কমিউনিটি সেন্টারের সামনে হইতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে মাসুম আহমদের ঘুঙ্গাদিয়ার বসতঘর থেকে নগদ টাকাসহ মামলার চোরাইকৃত প্রায় ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এর আগে সিলেটের বিয়ানীবাজার পৌরসভাস্থ বিয়ানীবাজার বাজারের ব্যবসায়ী রয়েল টেলিকম নামক দোকানের মালিক সাইফুল ইসলাম বাবু গত ৭ মে শনিবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় তাহার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন রবিববার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পুনরায় দোকান খোলার জন্য এসে দেখেন দোকানের সাটারের লক ভাঙ্গা ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা শাওমি, অপ্পো, ভিবো, স্যামসাং, ওয়ালটন, মোটরওয়ালা ও ম্যাক্সিমাসসহ মোট ৬১টি মোবাইল ফোন চুরি হয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান বলেন বিয়ানীবাজারে চোরাই মোবাইলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত আসামির বসতঘর থেকে প্রায় ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ও মোবাইল সামগ্রী উদ্ধার করা হয়। চোরাইকৃত মালামালের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৬১ টি মোবাইল ফোন সেট, ৪টি হ্যাডফোন, ১টি পাওয়ার ব্যাংক, ৫টি মোবাইল ফোন চার্জার, ১০২ টি মেমোরী কার্ড, ১টি এইচপি মনিটর, ১টি ট্যাব ও নগদ ১৩,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।