শিরোনাম

South east bank ad

৭ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতকের পর গ্রেফতার

 প্রকাশ: ০৬ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

৭ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতকের পর গ্রেফতার

ত্রিশাল প্রতিনিধি

ডাকাতির মামলায় ৭ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুবুর গ্রামের আব্দুলল খালেক মন্ডলের ছেলে মো. আনিসুর রহমান (৫৬)।

গতকাল বৃহস্পতিবার বিকালে জেলার গফরগাঁও উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে ত্রিশাল থানা পুলিশ। গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী ত্রিশাল থানার এএসআই মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৮ সালে ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকায় ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছিল আনিসুর রহমান। এরপর সে ডাকাতির মামলায় জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। আনিসুর রহমান জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ সরকারি কাগজপত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সূত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার আসল নাম মো. আনিসুর রহমান ওরফে আনিছ ডাকাত। কিন্তু সে এ নাম পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রংমিস্ত্রি হিসাবে কাজ করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: