শিরোনাম

South east bank ad

নৌ পুলিশের অভিযানে ১ কোটি ৫৭লক্ষ ৫০হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

নৌ পুলিশের অভিযানে ১ কোটি ৫৭লক্ষ ৫০হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম- বার, পিপিএম এর নির্দেশক্রমে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এর একটি চৌকস দল গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ অঞ্চলের মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি কে সাথে নিয়ে মুন্সীগঞ্জের মিরেশ্বরাই এলাকার ৬টি জাল তৈরির কারখানায় অভিযান চালায়।

এই অভিযানে কারখানাগুলো হতে ১৮ বস্তা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জাল, ১৩,৫০০পিস ববিন, ১৩৫০০পিস রেইল যার আনুমানিক দৈর্ঘ্য ৩১লক্ষ ৫০হাজার মিটারসহ বিপুল পরিমানে অবৈধ কারেন্ট জাল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান বলেন, "সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে ব্যাপক হারে বাধা সৃষ্টি করে।দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় নৌ পুলিশ কারেন্ট জালের উৎসে তথা অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে।অবৈধ কারেন্ট জালের উৎপাদন নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: