শিরোনাম

South east bank ad

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিটের মতবিনিময়

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিটের মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ রোববার (১০ এপ্রিল) সকাল ১১টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা অনুযায়ী ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম অত্র শিল্পাঞ্চলের ভালুকা থানা এলাকার "সিক্স সিজন ফুট ব্যাভারেজ লিঃ" কারখানাটি পরিদর্শন করেন।

এসময় পবিত্র মাহে রমজান ও পরবর্তী ঈদুল ফিতর উপলক্ষে কারখানার মালিক প্রতিনিধি ও শ্রমিকদের সমন্বয়ে বেতন- বোনাস সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা ও বেতন-বোনাস সংক্রান্ত পুলিশ সুপার নির্দেশনাসমুহ তুলে ধরেন। আগামী ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা- বোনাস যথাসময়ে পরিশোধ করতে মালিকপক্ষকে অনুরোধ করেন। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী শিল্প কারখানাগুলোতে অপ্রীতিকর ঘটনা ও শ্রমিক অসন্তোষ এড়াতে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সমন্বয় করে কাজ করতে অনুরোধ করেন।

এছাড়া শিল্প-কারখানার নিরাপত্তা ও সেবায় পুলিশ সুপারের নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও সকল পর্যায়ের পুলিশ সদস্য সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করেন।

এসময় উক্ত কারখানার মালিক প্রতিনিধি ও শ্রমিকগণসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ পরিদর্শকগণ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: