ভোলায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়ন হইতে ১২০ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
গতকাল বুধবার (৩০ মার্চ) রাতে সময় এসআই (নিঃ)/মানিক লাল হালদার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ফুলকাচিয়া সাকিনে জনৈক মোঃ নুরনবী এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ নুরনবী (৩২), কাচিয়া ইউনিয়ন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা নিকট হইতে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।