মহানগরবাসী সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতর উদযাপন করতে পারায় আরএমপি কমিশনারকে কৃতজ্ঞতা জানিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

পুলিশ কমিশনার এর দূরদর্শী ভাবনা ও অক্লান্ত পরিশ্রমের ফলে রাজশাহী মহানগরবাসী সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতর উদযাপন করতে পারায় পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিককে অভিন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। উল্লেখ্য আরএমপি’ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের উর্দ্ধগতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মৃত্যু ভয় উপেক্ষা করা সম্মুখসারির যোদ্ধা পুলিশ সদস্যদের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ঈদ-উল-ফিতরে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধকরণে নিরলস ভাবে কাজ করছেন। সেই সাথে তিনি মহানগরবাসীর ঈদ নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনের লক্ষে সরকারি নির্দেশনা পেশাদারিত্বের সাথে বাস্তবায়ন করেছেন।