ইকবাল আহম্মেদ (৬০) এর হুইল চেয়ারকে ব্যবহার উপযোগী করে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে মানবিক পুলিশ সুপার খ্যাত মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করে চলেছেন। শারীরিক প্রতিবন্ধী মোঃ ইকবাল আহম্মেদ (৬০), পিতা-মৃত লাল মোহাম্মদ, সাং-জাফরপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা পুলিশ সুপার চুয়াডাঙ্গা এর নিকট উপস্থিত হয়ে তার ব্যবহারের অনুপযোগী হুইল চেয়ারের কথা জানান। পুলিশ সুপার বিষয়টি জানামাত্র জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) মুহিদ হাসানকে হুইল চেয়ার মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এসআই(নিঃ) মুহিদ হাসান অসহায় প্রতিবন্ধী ইকবাল আহম্মেদকে সাথে নিয়ে তার ব্যবহারের অনুপযোগী হুইল চেয়ারটি মেরামতসহ ০২টি নতুন টায়ার ও টিউব লাগিয়ে দিয়ে হুইল চেয়ারটি ব্যবহারের উপযোগী করেদেন। এসময় মোঃ ইকবাল আহম্মেদ এর মুখে কৃতজ্ঞতার এক অকৃত্রিম হাসি ফুঁটে উঠে এবং তিনি পুলিশ সুপার ও তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহব্বান জানান। এছাড়াও তিনি বলেন সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।