শিরোনাম

South east bank ad

ঈদের দিন ৬৯ এতিম শিশুকে নিজের অর্থায়নে দুপুরের খাবার খাওয়ালেন নোয়াখালীর পুলিশ সুপার

 প্রকাশ: ১৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ঈদের দিন  ৬৯ এতিম শিশুকে নিজের অর্থায়নে দুপুরের খাবার খাওয়ালেন নোয়াখালীর পুলিশ সুপার

ঈদের দিন এতিম শিশুদের আনন্দ দিতে উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

শুক্রবার (১৪ মে) বেলা ২টার দিকে নোয়াখালী সরকারি শিশু পরিবারের ৬৯ এতিম শিশুকে নিজের অর্থায়নে দুপুরের খাবার খাওয়ান তিনি।

এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন। ভবিষ্যতেও তাদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহ ইমরান, নোয়াখালী সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক ফেরদাউস আলম সরকার প্রমুখ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: