শিরোনাম

South east bank ad

বগুড়া পুলিশ লাইন্স স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের খাদ্য সহায়তা

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বগুড়া পুলিশ লাইন্স স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের খাদ্য সহায়তা

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, দুধ, সেমাই, লবন, চিনি সহ অন্যান্য সামগ্রী রয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য মো. শহীদুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন প্রভাষক মো. হাবিবুর রহমান, উৎপল আকাশ, মো. আহসান হাবিব, অপূর্ব কুমার, সহকারী শিক্ষক ফেরদৌস আলম, আব্দুল বাছেদ, মো. খুরশিদ আলম, ওয়ালিউল আলমসহ অন্যান্যরা।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: