অতিরিক্ত পুলিশ সুপার হলেন সিআইডির জিসানুল হক

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক। গত ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নাতি দেয়া হয়।
জিসানুল হক ৩৩ ব্যাচের বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুন মাসে সিআইডির অর্গনাইজড ক্রাইমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি সিআইডির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বও পালন করেন।