পিরোজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় অংশ নিলেন পুলিশ সুপার

পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিকই, রাজনৈতিক প্রভাব দূর করে সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পিরোজপুরে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, প্রেস ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম, একে আযাদ, শিরিনা আফরোজ ও হাসান মামুন প্রমুখ। পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।