জয়পুরহাটে কালাই থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

গতকাল শনিবার জয়পুরহাট জেলার কালাই থানা পরিদর্শন করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম। পুলিশ সুপার
কালাই থানায় পৌঁছালে কালাই থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ সেলিম মালিক ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে অভিবাদন মঞ্চে সশস্ত্র সালাম প্রদান করা হয়। সালাম গ্রহন শেষে কালাই থানা পরিদর্শন করেন। এসময় তিনি জেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ কার্যকরে নিরলসভাবে কাজ করতে জেলা পুলিশের সদস্যদের আহ্বান জানা। জেলায় প্রতিটি চেকপোস্ট, গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কে অবস্থান করে অযথা যান চলাচল ও সর্বসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখতে নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ তরিকুল ইসলাম।