সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের কর্মসূচী অব্যাহত

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে তৃতীয় দিনের মতো ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। চলাচলে কড়াকড়ি আরোপসহ নানা নিষেধাজ্ঞায় বুধবার ভোর থেকে সরকারের এই নির্দেশনা কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম এর দিক নির্দেশনায় পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক অত্র জেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক চলমান প্রচারণা কর্মসূচীর অব্যাহত রয়েছে ।