শিরোনাম

South east bank ad

সবাইকে মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি হাবিবুর রহমান

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সবাইকে মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি হাবিবুর রহমান

আজ বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। আজ আবাহনের দিন। 'এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নি স্নানে শুচি হোক ধরা'- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আহ্বান করবো নতুন বছরকে। একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। দেশ-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও মাহে রমজানের মোবারকবাদ জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

ডিআইজি হাবিবুর রহমান তার ফেসবুক পেইজে লিখেন---

শুভ নববর্ষ।
পবিত্র রমজান মুবারক।
আজ বঙ্গাব্দ ১৪২৮ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ।আজ প্রথম রমজান।সিয়াম সাধনার শুরু।
বাংলাদেশের সামাজিক জীবনে দুটোই আসে মহাসমারোহে।একটি ধর্মবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক।একটি গভীর ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের সাথে।কিন্তু আজকের দিনের বাস্তবতা উভয়টিকে ছাপিয়ে গেছে করোনা অতিমারীর কড়াকড়ি আবদ্ধতায়।দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ শেষে এটি আমাদেরকে মেনে নিতেই হচ্ছে, আমরা মেনে নিচ্ছি।কিন্তু আজকে নববর্ষের দিনের যে তাৎপর্য আমরা বহন করে আসছি,
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা’
রমজানের তাৎপর্য-
রহমত, মাগফিরাত আর নাজাতের উদ্দেশ্যে ইবাদত-বন্দেগী, জিকির আসকার এগুলোকে যেন আমরা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করি।ঘরে থাকি। স্বাস্থ্যবিধি মেনে চলি।সুস্থ থাকি, বিপন্নের পাশে গিয়ে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়াই।
সবার শুভ কামনাকরি।
মানবজাতি পরাজিত হয় নি,
পরাজিত হয় না।
আবার জেগে ওঠবে মানুষ,
আবার জেগে ওঠবো আমরা,
করোনা বিজয়ের কেতন উড়িয়ে শুন্যে—-

BBS cable ad

পুলিশ এর আরও খবর: