টিকার দ্বিতীয় ডোজ নিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

আজ করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। বরিশাল রেঞ্জের জনগণকে উদ্বুদ্ধ করতে গত ১৩ ফেব্রুয়ারী করোনার প্রথম ডোজের টিকা নিয়েছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো:শফিকুল ইসলাম বিপিএম-বার,পিপিএম।
টিকা নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, "আলহামদুলিল্লাহ। আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। সরকারী নির্দেশনা মেনে সবাই টিকা নিন। আমাদের দেশে করোনার ২য় ঢেউ চলছে। এখন শতভাগ স্বাস্থ্য বিধি মানার কোনো বিকল্প নেই। দয়া করে নিরাপদে বাসা/বাড়িতে অবস্থান করুন। খুব জরুরী প্রয়োজনে বের হলেও অবশ্যই মাস্ক পরিধান করুন এবং শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোন কিছুই জীবনের চেয়ে মূল্যবান নয়। এই বিপর্যয় মোকাবেলায় আমরা নিজেরা সচেতন থাকি এবং অন্যকে সচেতন করি। সর্বোপরি সবাই সরকারি নির্দশনা যথাযথভাবে মেনে চলি।"