ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান করোনা পজেটিভ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক। তিনি জানান, ডিআইজি হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ২৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রসঙ্গত, ডিআইজি হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দেশব্যাপী আলোচিত-প্রশংসিত। বিশেষ করে হিজড়া এবং পতিতাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে নানামুখী উদ্যোগ তাকে সকলের কাছে পরিচিত করেছে।
উল্লেখ্য, করোনায় সচেতনতামূলক দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশের ৮৭ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।