শিরোনাম

South east bank ad

আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের নিরাপত্তায় ঝুঁকি নাই: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের নিরাপত্তায় ঝুঁকি নাই: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণ বাংলাদেশ সফর করবেন। আমন্ত্রিত ভিভিআইপিগণের নিরাপত্তায় ভিভিআইপি নিরাপত্তার প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের নিরাপত্তা ব্যবস্থায় কোন ঝুঁকি নাই মর্মে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার।

রোববার (১৪ মার্চ, ২০২১) বেলা ১২টায় ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) এ কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র পালন উপলক্ষে ০৫ টি দেশের রাষ্ট্রপ্রতি ও সরকার প্রধানগণ বাংলাদেশে আগমন করবেন। রাষ্ট্রপ্রধানগণ ১৭ মার্চ হতে ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র অনুষ্ঠানমালায় অংশগ্রহণসহ ঢাকা মহানগরীর বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবেন। ঢাকা মহানগরীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হওয়ার প্রেক্ষিতে বিভিন্ন সড়ক সংকুচিত হয়েছে। অতিথিদের যাতায়াতের সময় রাস্তায় যান চলাচলে চাপের সৃষ্টি হতে পারে। যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক সমস্যার উদ্ভব ঘটতে পারে। উপর্যুক্ত বিষয় বিবেচনায় সম্মানিত নগরবাসীকে নিজ নিজ গন্তব্যস্থল ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওয়ানা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরণের কর্মসূচি থাকবে। রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তির কথা বিবেচনা করে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমূহকে অত্যাবশ্যকীয় কর্মসূচি ব্যতীত কোন ধরনের কর্মসূচি ঘোষনা না করার আহবান জানান তিনি।

ভিভিআইপিগণের অবস্থানকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
(তথ্যসুত্র: ডিএমপি নিউজ)

BBS cable ad

পুলিশ এর আরও খবর: