টিকার প্রথম ডোজ নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার
করোনার টিকা নেয়ার ২৭ দিন পর অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা শনাক্ত হওয়ার পর ডিএমপি কমিশনার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। তিনি শারীরিকভাবে ভালো আছেন।
করোনাভাইরাসের জন্য দেশব্যাপী টিকা নেওয়া কার্যক্রমের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোহা. শফিকুল ইসলাম টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার প্রায় মাসখানেকের মাথায় তিনি করোনায় আক্রান্ত হলেন।