কুমিল্লায় ৭ ই মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৩ এর সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল আইজিপি (ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) এস এম রুহুল আমিন ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গার্ড অফ অনার এর মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কেক কেটে আনন্দ উদযাপন এর পাশাপাশি এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা।