হাড় ক্ষয় চেকআপ অনুষ্ঠানের উদ্বোধন করলেন কেএমপি কমিশনার

কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় "বোন মিনারেল ডেনসিটি পরিক্ষার মাধ্যমে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় চেকআপ" অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী'তে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিঃ এর রিজিওনাল সেলস্ ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম-সহ কেএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
