শিরোনাম

South east bank ad

ভোলায় ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে বুধবার এস আই মোঃ হাফিজুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স জেলা গোয়েন্দা শাখা, ভোলা মাদক অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউপি ৪ নং ওয়ার্ডের পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ি মোঃ নোমান (৩৮), পিতা- মোঃ শফিউল্লাহ, সাং-নগরকান্দি ইউপি ০৩ নং ওয়ার্ড, থানা- সোনাগাজি ও মোঃ দীন ইসলাম (১৯), পিতা- মৃত শাহাবুদ্দিন, সাং- লেমুয়া বাজার ০৫ নং ওয়ার্ড ইউপি লেমুয়া, থানা- ফেনী উভয় জেলা- ফেনীদ্বয়কে ৫ কেজি গাঁজা মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার ও দুইটি মোবাইল সহ আটক করা হয়। মাদক মামলা প্রক্রিয়াধীন।

h

BBS cable ad

থানার কথা এর আরও খবর: