তেরখাদা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আজ সকাল ১১ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের কৃতি ফুটবলার জনাব আব্দুস সালাম মূর্শেদী এম পি। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে চৌধুরী আবুল খায়ের, অরবিন্দ প্রসাদ সাহা ও বোরহান উদ্দিন আহমেদ,ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান ও শেখ মোহাম্মাদ মোহসীন, সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, মোঃ সালাউদ্দিন লাবলু। সভায় এছাড়া বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তেরখাদার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে নানামূখি পদক্ষেপ গ্রহণ করা হয়।