শিরোনাম

South east bank ad

শাসক নয় বরং মানুষের সেবক হয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার: জুনাইদ আহমেদ পলক

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসে কখনো শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়নি বরং মানুষের সেবায় সেবক হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘মানবিক সহায়তা অব্যাহত রাখার মাধ্যমে বিগত সকল দুর্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে রয়েছে সরকার।’ শনিবার (২২ আগস্ট) দুপুরে সিংড়া পৌর এলাকার গাইনপাড়া, পারসিংড়া এবং পল্লী শ্রী এলাকায় চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষ হতে এক হাজার বন্যার্ত পরিবারে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘ভয়াবহ বন্যা ও করোনার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকেনি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহায়তা প্রদান করেছে। দুঃখের দিনে যারা পাশে থাকে না তারা প্রকৃত সেবক নয়, তারা প্রতারণা করে ভোট নেয় তারপর তাদের আসল চেহারা ফুটে ওঠে। তারা মানুষের বন্ধু হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছর বন্যায় সিংড়া পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লা ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী সিংড়া পৌরবাসীর ভোগান্তি লাঘবে ৪৩ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। এবার শুস্ক মৌসুমে শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের কি একাউন্ট ম্যানেজার আবু কাওসার, সাইট প্রকৌশলী আসিফ আহমেদ চৌধুরী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।
BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: