আজ শুক্রবার সারাদেশে আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার (১৯ মার্চ) বাদ জুমা দেশের সব মসজিদে জুম্মার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে আজ শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সারাদেশে মন্দির প্যাগোডা ও গীর্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।