ভালুকা প্রেস ক্লাবে শাজাহান সভাপতি, উজ্জল সম্পাদক নির্বাচিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শাজাহান সভাপতি ও উজ্জল সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৩ জন ভোটার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে এস এম শাজাহান সেলিম (মোহনা টিভি), সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল (সমকাল), কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ মিয়া (ভালুকা নিউজ ২৪.কম) নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতাউর রহমান তরফদার, দৈনিক সংবাদ), এম এ সবুর (বাংলা বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সাজু (ভালুকা নিউজ ২৪.কম), দফতর সম্পাদক তমাল কান্তি সরকার (জনতা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক মোবাশ্যারুল ইসলাম সবুজ (ইনকিলাব)।
আরো নির্বাচিত হয়েছেন, কার্যকরি সদস্য পদে রফিকুল ইসলাম রফিক (দিনকাল), বাবু বিরেন রায় (কালবেলা), রফিকুল ইসলাম পিন্টু (খবর) ও হাদিকুর রহমান হাদিস (আজকের ময়মনসিংহ) ।