নিয়োগ দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি প্রাইম ব্যাংক ফাউন্ডেশন (পিবিএফ)। প্রতিষ্ঠানটিতে ‘পাবলিক রিলেশন অ্যান্ড ডকুমেন্টেশন এক্সিকিউটিভ / অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।
পদের নাম
কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন এক্সিকিটিউটিভ / অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করলে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সঙ্গে লিখিত যোগাযোগেও দক্ষ হতে হবে। প্রার্থীদের অবশ্যই ডকুমেন্টেশন, বিভিন্ন ধরনের চুক্তিপত্র লিখতে ও প্রস্তুত করতে জানতে হবে। সাংগঠনিক ব্যবস্থাপনাসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২১।
সূত্র : বিডিজবস