শিরোনাম

South east bank ad

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০, আহত ৫০

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত অর্ধশত।

আজ (৪ মার্চ) শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসানের বরাতে ডন জানায়, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা এরইমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালটির এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শায়ান হায়দান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি মসজিদের প্রবেশে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় একটি শক্তিশালী বিস্ফোরণ তাকে রাস্তায় উড়িয়ে নেয়। তিনি বলেন, চোখ খুলে আমি দেখি সেখানে শুধু ধুলো আর লাশ।

তবে তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: