শিরোনাম

South east bank ad

ইউক্রেনে এবার অস্ত্র পাঠানোর ঘোষণা অস্ট্রেলিয়ার

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য এবার ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

আজ রোববার সকালে সিডনির একটি গির্জায় ইউক্রেনীয় অস্ট্রেলীয়দের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার জাতীয় সংবাদ সংস্থা এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে এই সহায়তা দিতে কাজ করছে তারা।

স্কট মরিসন বলেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি দেশটির পক্ষে দাঁড়ানো অব্যাহত রাখবো। আমরা আমাদের ন্যাটো অংশীদার বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে যতটুকু অস্ত্র সহায়তা দেওয়া সম্ভব তা করবো।’ এছাড়া ইউক্রেন থেকে ভিসা আবেদনকারীদের জন্য সহজ এবং শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনীয় নাগরিকেরা যখন হামলার শিকার হচ্ছে, তখন পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সাড়ে তিন কোটি ডলারের অস্ত্র পাঠাবে। এর মধ্যে থাকবে জাভেলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বিমান-বিধ্বংসী ব্যবস্থা এবং শরীরবর্ম।

এদিকে, জার্মান সরকার জানিয়েছে তারা ইউক্রেনকে জরুরি ভিত্তিতে এক হাজার ট্যাংক-বিধ্বংসী গ্রেনেড লঞ্চার এবং পাঁচশ’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিনজার ক্ষেপণাস্ত্র দেবে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: