শিরোনাম

South east bank ad

আমরা নিজেদের রক্ষা করব: জেলেনস্কি

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গত মধ্যরাতে রাশিয়াকে উদ্দেশ্য করে সতর্ক মূলক এক বক্তব্য রেখেছে। তিনি বলেছেন যে, রাশিয়া এখন যে কোনও দিন ‘ইউরোপে একটি বড় যুদ্ধ’ শুরু করতে পারে।

আর এই বিষয়ে রাশিয়ানদের এর বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

সে ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন।

জেলেনস্কি বলেছেন, “আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে একটি টেলিফোন কথোপকথন শুরু করেছিলাম। কিন্তু অপরদিকের ফলাফল ছিলো নীরবতা।”

বর্তমানে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধবাহন রয়েছে।

জেলেনস্কি তার বক্তব্যের সময় ইউক্রেনীয় ভাষা থেকে রাশিয়ান ভাষায় স্যুইচ করে রাশিয়ানদের এই আক্রমণ প্রত্যাখ্যান করার জন্য একটি আবেগপূর্ণ আবেদন করেছিলেন। তিনি সেই ভাষনে রাশিয়ানদের বলেছিলেন যে, তাদের ইউক্রেন সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে।

জেলেনস্কি ভাষনে প্রশ্ন করেন যে, “কে (যুদ্ধ) থামাতে পারে?”

উত্তরে তিনি নিজেই বলে ‘জনগণ’। আর তিনি আরো বলেন ‘আমি নিশ্চিত’ এমন লোকেরা রাশিয়ানদের মধ্যে আছে।

ইউক্রেনের নেতা দাবি করেন যে, তার দেশ রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুত ছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিলন যে, “যদি রাশিয়া আক্রমণ করে, তাহালে আমরা- আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের শিশুদের জীবন ও আমরা নিজেদের রক্ষা করব।”

তিনি আরো বলেন, “আপনি আক্রমণ করার সময় আমাদের মুখ দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।”

প্রসঙ্গত, ক্রমে ইউক্রেনের দুটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে রাশিয়ান সৈন্যদের আক্রমনের নির্দেশ দিয়েছে রাশিয়া। তারা সীমান্তের কাছাকাছি চলে যাওয়ার কথাও জানা যায়।

যদিও রাশিয়া দাবি করেছে যে, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলি সামরিক সহায়তা চেয়েছিল।
সূত্র: বিবিসি

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: