শিরোনাম

South east bank ad

সোমালিয়ায় রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা, নিহত ১৩

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সোমালিয়ার একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) জনাকীর্ণ ওই রেস্তোরাঁটিতে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলেদিউন শহরে এ ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে স্থানীয় অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদরা ছিলেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে এক জন আগামী পার্লামেন্টে নির্বাচনের এক প্রার্থী ছিলেন।

পুলিশের মুখপাত্র দিনি রোবেল আহমেদ জানিয়েছেন, অন্তত ২০ জন আহত হয়েছে। বিস্ফোরণে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি সাতটি মৃতদেহ গুণেছি, যাদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে এবং ১০ জনের বেশি আহত হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই গোষ্ঠীটি বিভিন্ন সময় সোমালিয়ায় সরকারি ও বেসারকারি স্থাপনায় হামলা চালিয়ে থাকে। কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করতেই তারা এসব হামলা চালায়।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: