শিরোনাম

South east bank ad

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত সব যাত্রী

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত হয়েছেন ৭ জন। গতকাল (০৪ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ বুঝতে পেরে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। ভূমিতে অবতরণের পর আগুন ধরে যায় এতে।

নিহতদের মধ্যে দুজন ক্রু ও পাঁচজন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির নাগরিক। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: