শিরোনাম

South east bank ad

হৃদরোগে মাঠেই ফুটবলারের মৃত্যু

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আলজেরিয়ার ফুটবলার ৩০ বছর বয়সী সোফিয়ান লোকার।

চলমান আলজেরিয়া লিগ-টু চ্যাম্পিয়নশিপে এএসএম ওরান ক্লাবের বিপক্ষে মৌলৌদিয়া সাইদার হয়ে মাঠে নেমেছিলেন লোকার।

ম্যাচের ২৬ মিনিটে নিজ দলের গোলরক্ষকের সাথে ধাক্কা খাওয়ার পর মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলতে নামেন লোকার।

কিন্তু ৩৫ মিনিটে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন লোকার। চিকিৎসকরা মাঠে প্রবেশ করে তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুও কোলে ঢলে পড়েন লোকার।

মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু ফুটবলারেরমাঠে হার্ট অ্যাটাকে মৃত্যু ফুটবলারের চিকিৎসকরা জানান, মাঠেই হার্ট অ্যাটাক হয়েছিলো লোকারের। এরপর ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল না হবার আগ পর্যন্ত সাইদা ১-০ গোলে এগিয়ে ছিলো। সাইদার অধিনায়ক ছিলেন লোকার।

এক সপ্তাহ আগেই বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লোকার।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: