আইজিপির সাথে জাপানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত H.E. Mr. ITO Naoki আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/জেটএন/