শিরোনাম

South east bank ad

করোনার কারণে পিছিয়ে গেলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ফাইনাল

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এবার সুন্দরী প্রতিযোগিতার আসরেও থাবা বসিয়েছে বৈশ্বিক মহামারি করোনা। ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এ অংশ নেয়া ২৩ প্রতিযোগীসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৮ জনের কোভিড শনাক্ত হওয়ায় স্থগিত হয়েছে এর ফাইনাল।

বৃহস্পতিবার এ নিয়ে একটি টুইট করেছেন আয়োজকরা। এতে তারা বলছেন, সামগ্রিক কোভিড পরিস্থিতি বিবেচনায় এই ‘সাময়িক বিরতির’ বিকল্প ছিল না।

সিএনএনের খবরে জানানো হয়েছে, পুয়ের্তো রিকোর স্বাস্থ্য বিভাগ ও আয়োজকদের মধ্যেকার একটি আলোচনার পরই এই আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৯৭ প্রতিযোগীর ২৩ জনই কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিড সংক্রমিত হয়েছে ১৫ কর্মীর দেহেও। এমন পরিস্থিতিতে এই আয়োজনকে অসম্ভব মনে করেছেন মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

তবে তারা আশ্বস্ত করেছেন যে, আগামি ৩ মাসের মধ্যেই গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হবে। আপাতত প্রতিযোগীরা দেশে ফিরে যাবেন এবং কোয়ারেন্টিনে থাকবেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিযোগী ও কর্মীদের সার্বিক সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছে মিস ওয়ার্ল্ড। সিদ্ধান্ত নেয়ার আগে স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: