শিরোনাম

South east bank ad

তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে অ্যামাজনকে ৮৮ কোটি ডলার জরিমানা

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে রিটেইল জায়ান্ট অ্যামাজনকে রেকর্ড ৮৮ কোটি ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে জার্মানির লুক্সেমবার্গ কর্তৃপক্ষ শুক্রবার এই জরিমানার আদেশ দিয়েছে।

১৬ জুলাই লুক্সেমবার্গের জাতীয় তথ্য সুরক্ষা কমিশন এক প্রতিবেদনে বলে, ‘অ্যামাজন ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি মানেনি।’

এক নথিতে আমাজন বলছে, তারা সিএনপিডির সিদ্ধান্তটি বাছবিচার ছাড়াই হতে পারে এবং তারা এর বিরুদ্ধে আপিল করবে।

এসইসি নথিতে বিস্তারিত কোনো বিবরণ তুলে ধরা হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি ভোক্তা গ্রুপ দাবি করে, বিজ্ঞাপনের জন্য অনুমতি ছাড়াও প্রতিষ্ঠানটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।

ইইউর ডিজিপিআর নামে পরিচিত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির এটাই সর্বশেষ মামলা। গত বছর অ্যামাজনকে ৩৫ মিলিন ইউরো জরিমানা করে ফ্রান্সের কর্তৃপক্ষ। সে সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের কুকিজ সংগ্রহ ও ট্র্যাক করার অভিযোগ আনা হয়েছিল। একই আইন লঙ্ঘন করায় গুগলের বিরুদ্ধে সে বছর ১০ কোটি ইউরো জরিমানা করা হয়।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: