শিরোনাম

South east bank ad

ঈদের শুভেচ্ছায় মোদির টুইট

 প্রকাশ: ২১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক! ঈদুল আযহার শুভেচ্ছা।

এই দিন যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যায়।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, সমস্ত নাগরিককে ঈদ মুবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড ১৯ গাইডলাইন মেনে চলি আর সকলের মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।
এছাড়া ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: