প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে ইংল্যান্ডের রাজ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন বিশ্ব নেতারা।
বাকিংহাম প্রাসাদের ঘোষণায় বরাত দিয়ে বিবিসি জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে রানি (দ্বিতীয় এলিজাবেথ) তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
এক শোক বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘তিনি এমন এক প্রজন্মকে বাস্তবে রূপায়িত করে গেছেন যেটা আর কখনও দেখা যাবে না।’ অস্ট্রেলিয়ার সাবেক নেতা জুলিয়া গিলার্ড বলেন, ‘ডিউক যেমন দায়িত্ববান ছিলেন তেমনি রসিকও ছিলেন ।’
বেলজিয়ামের রাজা ফিলিপ রানির কাছে এক ব্যক্তিগত বার্তায় তিনি রানির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এক শোক বার্তায় বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে তিনি গভীর শোকাহত। প্রিন্স মাল্টায় বাড়ি বানিয়েছিলেন এবং প্রায় সেখানে যেতেন বলে উল্লেখ করে তিনি বলেন, মাল্টার জনগণ তাকে আজীবন স্মরণে রাখবে।
লিথুয়ানার প্রেসিডেন্ট গিতানাস নজিদা রানির কাছে পাঠানো এক শোক বার্তায় বলেন, অপরিমেয় ক্ষতির এই সময়ে রাজপরিবার এবং ইংল্যান্ডের জনগণের জন্য তাদের প্রার্থনা রয়েছে বলে উল্লেখ করেন।