শিরোনাম

South east bank ad

চলতি মাসের শেষদিকে ফোল্ডেবল ফোন উন্মোচন করবে হুয়াওয়ে

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

চলতি মাসের শেষদিকে ফোল্ডেবল ফোন উন্মোচন করবে হুয়াওয়ে

চীনভিত্তিক হুয়াওয়ে চলতি মাসের শেষদিকে পরবর্তী ফোল্ডেবল ফোন উন্মোচন করবে। ফোল্ডেবল ‘মেট এক্স২’ উন্মোচনের ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি জানান দিল ফোন হার্ডওয়্যার ব্যবসাকে বিদায় জানাচ্ছে না। খবর দ্য ভার্জ।

চীনা সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোতে হুয়াওয়ে নিজেদের নতুন ফোল্ডেবল ফোন আনার তথ্য জানিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ডিভাইসটি উন্মোচন করা হতে পারে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হুয়াওয়ের এবারের ফোল্ডেবল ফোন ভেতরের দিকে ভাঁজ হবে। হুয়াওয়ের আগের ফোল্ডেবল ফোন দুটি হলো মেট এক্সএস এবং মেট এক্স।

মেট এক্স২ ফোল্ডেবল ফোনে অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি হুয়াওয়ে। হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড ইউ বলেছেন, তিনি ডিভাইসটি কিছু সময় ব্যবহার করেছেন। এটি চমক সৃষ্টি করবে।

প্রথম ধাপে কতসংখ্যক ইউনিট বাজারে ছাড়া হবে তা বলা হয়নি। এছাড়া ডিভাইসটি বৈশ্বিক বাজারে কবে মিলবে এবং দাম কেমন হবে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: